কালিয়াকৈরে শুরু হয়েছে তিনদিন ব্যাপি আইডিয়াল বই মেলা
পুনম শাহরীয়ার ঋতু স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সফিপুর আইডিযাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার সকাল থেকে শুরু তিনদিন ব্যাপি আইডিয়াল বই মেলা।
বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের সেমিনার কক্ষে এ বই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও কথা শিল্পি অমূল্য সরকার অমল, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেন,কালেরকন্ঠের প্রতিনিধি মাহবুব হাসান মেহেদী, সাংবাদিক সাগর আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ অসংখ্য বইপ্রেমী দর্শনার্থী।
বইমেলার আয়োজক কমিটি সূত্র জানায়, তিন দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের বইমেলায় রয়েছে দেশি–বিদেশি প্রকাশনার প্রায় ত্রিশ হাজার বই, যার মধ্যে রয়েছে শিশু–কিশোর সাহিত্য, উপন্যাস, কবিতা, ধর্মীয়, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, গল্প ও প্রবন্ধের বই।এদিকে মেলার প্রথম দিনেই প্রায় দেড়হাজার বিভিন্ন ধরনের প্রায় তিন লাখ টাকার বই বিক্রি হয়। দিন জুরেই ছিলো স্টল গুলোতে বই প্রেমীদের উপচে পড়া ভীর।
এছাড়াও মেলায় স্থাপন করা হয়েছে ছয়টি আকর্ষণীয় বইয়ের স্টল, যেগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী সাহিত্যকর্মের নামে অগ্নিবীণা বই ঘর, বনলতা সেন, বিষাদ সিন্ধু, নকশী কাঁথার মাঠ, সোনার তরী, সোনালী কাবিন প্রমূখ। এদিকে তিন দিনব্যাপী এই বইমেলা সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। রাখা হয়নি কোন প্রবেশ মূল্য।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. হাবিবুর রহমান বলেন বই হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। আজকের প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ কিছুটা কমে গেলেও আমরা চাই, বইয়ের প্রতি তাদের আগ্রহ আবার ফিরিয়েআনতে। তাই প্রতিবছরই আমরা এই বইমেলার আয়োজন করি, যাতে শিক্ষার্থীরা বইয়ের সঙ্গে নতুন করে বন্ধুত্ব গড়ে তোলে। বই শুধু বিনোদনের উৎস নয়, এটি এক জাতির চিন্তা, সংস্কৃতি ও নৈতিকতার প্রতিচ্ছবি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।