বান্দরবানে আওয়ামী লীগের মশাল মিছিল, আটক এক
আব্দুল আওয়াল আলিফ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় মশাল মিছিল করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় তারা এ মিছিল করেন।
খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে মিছিলে থাকা রফিক আলম (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রফিক ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।
জানা যায়, লামা উপজেলায় ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন। মশাল মিছিলে ২০/২৫ জন লোক উপস্থিত ছিল। মিছিলে তারা বান্দরবানের মাটি শেখ হাসিনা ঘাঁটি ও ১৩ তারিখ লক ডাউনলোড সফল করুনসহ নানা স্লোগান দিতে শোনা যায়।
কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি।
এদিকে লামার ৫ নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অনেকে আগুন লাগার ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে বলে জানিয়েছেন। ১৩ নভেম্বর লকডাউন সফলে এই আগুন লাগানো হয়েছে বলে একটি রাজনৈতিক দলের অভিযোগ।
বিষয়টি নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় রাতব্যাপী অভিযান চালিয়ে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। অভিযান অব্যাহত থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।