যশোরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
সংবাদের আলো ডেস্ক: যশোরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে উপশহর শিশু পার্ক এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
বাসের সুপারভাইজার হান্নান খান বলেন, ‘রাহিন স্পেশাল বাসটি উপশহর শিশু পার্ক সংলগ্ন রাস্তার পাশে পার্কিং করা ছিল। ভোরে জানতে পারি দুর্বৃত্তরা বাসে অগ্নিসংযোগ করেছে। আগুনে বাসটি পুড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয়রা জানান, বাসে আগুন জ্বলতে দেখে এলাকার লোকজন ছুটে আসে। তারা প্রায় আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনা তদন্ত করা হচ্ছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।