এনসিপির মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর
সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনা ঘটেছে৷
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিরোধে মশাল মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে এক যুবক ‘জয় বাংলা’ স্লোগান দেন৷ তবে এনসিপির নেতাকর্মীরা দৌড়েও তাকে খুঁজে বের করতে পারেননি ৷
পূর্বঘোষণা অনুযায়ী মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক থেকে শুরু হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছায়৷ এসময় হঠাৎ এক যুবক মিছিলের সামনে দাঁড়িয়ে জোরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এনসিপির নেতাকর্মীরা তাকে ধাওয়া করলে তিনি মসজিদের গলি দিয়ে ভেতরের দিকে পালিয়ে যান।
মশাল মিছিলে এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।