নভেম্বরে না হলেও নির্বাচনের আগে গণভোট হতে হবে: জামায়াত নেতা আযাদ
সংবাদের আলো ডেস্ক: চলতি মাসে গণভোট হতেও পারে আবার নাও হতে পারে। তবে নির্বাচনের আগে গণভোট হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার প্রস্তাবের ফাঁদে পা দেয়া যাবে না। একই দিনে হলে গণভোটের গ্রহণযোগ্যতা হারানোর শঙ্কা রয়েছে। এর ফলে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো টালবাহানা করতে পারে। এ সময় দ্রুত জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার কথাও বলেন তিনি।
জোট প্রসঙ্গে তিনি বলেন, আটটি দল সংস্কার ও নির্বাচনের সুন্দর পরিবেশের জন্য একত্রিত হয়েছি। এটি জোট নয়, যুগপৎ আন্দোলন। আমরা ধাপে ধাপে এগোচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। তবে এখনো জোট গঠনের সিদ্ধান্ত হয়নি। শুধু ইসলামী দল নয় দেশপ্রেমিক বিভিন্ন দলের সাথে জোট নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচনের বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর আসন নিয়ে আলোচনা হবে।
জাতীয় পার্টির সঙ্গে জোটের বিষয়ে আলোচনা চলছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, জাতীয় পার্টির সাথে আলোচনার সুযোগ নেই। তারা ফ্যাসিস্টের দোসর। আমরা এরকম দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছি।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।