বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বাকাইল রোডের জিকো’র ফার্ম এলাকায়  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

প্রধান অতিথি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের ঐক্য, সাহস ও ত্যাগই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে।

সভায় প্রধান বক্তা ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস।

তিনি বলেন,উপজেলা ও পৌর বিএনপির নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

বিশেষ বক্তা ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরু জামাল খসরু এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান।

বিশেষ বক্তা নূরু জামাল খসরু বলেন,বিএনপি হচ্ছে গণমানুষের দল। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই গণতন্ত্রের সূর্য আবার উদিত হবে।

বিশেষ বক্তা পৌর সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বলেন,আমরা সংগঠনকে আরও গতিশীল করতে চাই। তরুণ প্রজন্মকে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ করাই এখন প্রধান লক্ষ্য।

সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন।

তিনি সভাপতির বক্তব্যে বলেন,দলের প্রতিটি কর্মীই আমাদের শক্তি। জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপিকে আবারও শীর্ষে তুলে আনতে হবে।

সভা সঞ্চালনা করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন উর রহমান, মাস্টার, সৈয়দ মইনুল হক কচি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির সদস্য ইশা খান, এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ।

সভায় বক্তারা আরও বলেন,বিএনপি সবসময় দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করছে। ত্যাগী ও নিবেদিত নেতাকর্মীরাই ভবিষ্যতের আন্দোলনের ভিত্তি গড়ে তুলবেন।

এ সময় বক্তারা ফরিদপুর-১ আসনে আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।

অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও গণজমায়েতপূর্ণ। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়