টেবুনিয়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার টেবুনিয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (৪ নভেম্বর) সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে মতিন স্টোরকে মূল্য তালিকা না রাখা ও নকল পণ্য বিক্রির দায়ে ১০ হাজার টাকা, মায়ের দোয়া ফল ভান্ডারকে অসাধু উপায়ে দাম বৃদ্ধি ও তালিকা না রাখায় ১০ হাজার টাকা, এবং লাম ইয়া ফল ভান্ডারকে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পেয়াজের বাজার স্থিতিশীল রাখতে হাজিরহাট বাজারেও মনিটরিং করা হয়, যেখানে কৃষকের কাছে সরবরাহে স্বল্পতা লক্ষ্য করা গেছে। কর্মকর্তারা জানান, অসময়ে বৃষ্টি ও মৌসুম শেষ হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। অভিযানে র্যাবের একটি চৌকস দল সহযোগিতা করে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।