তাড়াশে হাসপাতাল গেটে তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে অবস্থিত তিনটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন তাড়াশ থানা পুলিশের সদস্যরা।
অভিযানে মিম ফার্মেসির মালিক রফিকুল ইসলাম (৪০), পিতা ইয়াসিন আলী খন্দকার, গ্রাম তাড়াশ, উপজেলা তাড়াশ, জেলা সিরাজগঞ্জকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(গ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ ছাড়া ভাদাশ এলাকার মো. শফিকুল ইসলাম (৪৩), পিতা মৃত আমজাদ হোসেন, থানা তাড়াশ, জেলা সিরাজগঞ্জকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে তানভীর মেডিকেল হলের মালিক মো. জিল্লুর রহমান (৪৫), পিতা আবুল কাশেম, গ্রাম ওয়াশিন, থানা তাড়াশ, জেলা সিরাজগঞ্জকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(ঘ) ধারায় ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীগণ— ১. মোঃ সিদ্দিকুর রহমান রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস, তাড়াশ উপজেলা শাখা। ২. মোঃ আজিজুল ইসলাম (২৭), পিতা মো. সাইফুল ইসলাম, গ্রাম ভাদাশ, তাড়াশ।
৩.মোঃ শাহ আলম, পিতা জয়নাল আবেদীন, গ্রাম ঘরগ্রাম, থানাঃ তাড়াশ জেলাঃ সিরাজগঞ্জ। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতাল গেট এলাকায় বেশ কিছু দোকান অনুমোদনবিহীনভাবে ওষুধ বিক্রি করে আসছিল। প্রশাসনের এ পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।