বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

তাড়াশে হাসপাতাল গেটে তিন ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ‎ ‎

খালিদ হাসান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে অবস্থিত তিনটি ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ‎ ‎অভিযানে সহযোগিতা করেন তাড়াশ থানা পুলিশের সদস্যরা।

অভিযানে মিম ফার্মেসির মালিক রফিকুল ইসলাম (৪০), পিতা ইয়াসিন আলী খন্দকার, গ্রাম তাড়াশ, উপজেলা তাড়াশ, জেলা সিরাজগঞ্জকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(গ) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। ‎এ ছাড়া ভাদাশ এলাকার মো. শফিকুল ইসলাম (৪৩), পিতা মৃত আমজাদ হোসেন, থানা তাড়াশ, জেলা সিরাজগঞ্জকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

অপরদিকে তানভীর মেডিকেল হলের মালিক মো. জিল্লুর রহমান (৪৫), পিতা আবুল কাশেম, গ্রাম ওয়াশিন, থানা তাড়াশ, জেলা সিরাজগঞ্জকে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০(ঘ) ধারায় ৩ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীগণ— ‎১. মোঃ সিদ্দিকুর রহমান রাজু, সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস, তাড়াশ উপজেলা শাখা। ‎২. মোঃ আজিজুল ইসলাম (২৭), পিতা মো. সাইফুল ইসলাম, গ্রাম ভাদাশ, তাড়াশ।

৩.মোঃ শাহ আলম, পিতা জয়নাল আবেদীন, গ্রাম ঘরগ্রাম, থানাঃ তাড়াশ জেলাঃ সিরাজগঞ্জ। ‎তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, “মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ব্যবসা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” ‎ ‎ ‎ ‎স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতাল গেট এলাকায় বেশ কিছু দোকান অনুমোদনবিহীনভাবে ওষুধ বিক্রি করে আসছিল। প্রশাসনের এ পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়