বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈশ্বরদীতে অস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী থানার বাঘইল পশ্চিম পাড়া এলাকায় এক অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, এসআই মোহাম্মদ শের আলম এর নেতৃত্বে মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিজ দখলীয় বসতবাড়ি মো. মতিয়ার রহমান এর ছেলে মো. সোহান কবির কে অস্ত্র ও ইয়াবা রাখার অপরাধে আটক করা হয়।

এসময় তার বাড়ি থেকে ০১টি রিভলভার (Made in Pakistan) ও ০৬ রাউন্ড গুলি, ০১টি পিস্তল (Made in USA) ও ০১টি খালি ম্যাগাজিন এবং ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে এসআই শের আলমের নেতৃত্বে অংশ নেন এএসআই নিজাম উদ্দিন, দিন্দার, সিপাহী মো. সজীব আলী, রুবেল, অসীম কুমার ও নুর মোহাম্মদ। পুলিশ জানায়, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়