বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পাবনায় পুরাতন নান্না বিরানী হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি: আজ সোমবার (৫ নভেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মাহমুদ হাসান রনি’র নেতৃত্বে পাবনা শহরে অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পুরাতন নান্না বিরানী হাউজে দেখা যায়, ভোক্তাদের খাবার শেষে পরিত্যক্ত মাংস পুনরায় পরিবেশনের জন্য ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল। খাদ্য নিরাপত্তা ও ভোক্তার স্বাস্থ্যের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আরোপ করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ কর্মকর্তা জানান, খাদ্যে ভেজাল, অনিয়ম ও অসাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়