শুক্রবার, ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারায় পদ্মায়  তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে’ এর প্রতিবাদে  মানববন্ধন অনুষ্ঠিত 

এস এম বাবুল আক্তার,ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীতে পানি কমার  সঙ্গে  আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। এতে নদী তীরবর্তী চার গ্রামের প্রায় ১০ হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৮/১০ দিন ধরে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, ১২ মাইল, টিকটিকিপাড়া ও মসলেমপুর এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙনে ফসলি জমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও নদী প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। নদীতে পানি কমার  পাশাপাশি স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে একরের পর একর কৃষিজমি। পদ্মার ভাঙ্গন রোধ ও স্থায়ী বাধে দাবিতে শত শত মানুষ মঙ্গলবার সকাল দশটার সময় মসলেমপুর  পদ্মার পাড়ে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সবেক চেয়ারম্যান এ্যাড: তৌহিদুল ইসলাম আলম,  এসময় তিনি বলেন, পদ্মার পানি কমার কারনে আজ কয়েক দিন হলো ব্যপকহারে পদ্মার পাড় ভাঙ্গন শুরু হয়েছে  এতে করে ১২ মাইল মসলেমপুর,  মুন্সিপাড়া, টিকটিকিপাড়ার  কয়েক শত বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে।

প্রতিদিন আতঙ্কে রাত কাটাচ্ছেন পদ্মার পাড়ের বসবাসকরা  মানুষ গুলো,আমরা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কাছে আবেদন যে  দ্রুততম মধ্যে পদ্মার ভাঙ্গন রোধের  ব্যবস্থা গ্রহণ করা। 

মসলেমপুর এলাকার বাসিন্দা মাসুদ রানা  জানান, সবচেয়ে বিপজ্জনক অবস্থা সৃষ্টি হয়েছে।  ভাঙন থেকে পদ্মার প্রতিরক্ষা বেড়িবাঁধের দূরত্ব মাত্র ৪০ মিটার। ইতোমধ্যে নদীর পাড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী দ্রুত ভাঙনরোধে স্থায়ী বাঁধের  দাবি জানিয়েছেন।

বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়ার  বাসিন্দা  জানান, পদ্মার পানি কমার কারনে আজ কয়েক দিন হলো ব্যবহারে পদ্মার পাড় ভাঙ্গন শুরু করেছে এতে করে ১২ মাইল মসলেমপুর,  মুন্সিপাড়া, টিকটিকিপাড়া,  কয়েক শত বিঘা ফসলি জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। প্রতিদিন আতঙ্কে রাত কাটাচ্ছেন পদ্মার পাড়ের বসবাসকরা  মানুষ গুলো, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার   রফিকুল ইসলাম মুঠো ফোনে সাংবাদিক কে  বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের  সঙ্গে কথা হয়েছে তাদের সঙ্গে করে  ভাঙ্গন এলাকা পরিদর্শন করে  দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার  আলামিন বলেন, আমি ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে ভাঙ্গনের বিষয়টা জানিয়েছি ভাঙন রোধ করার জন্য দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে বলে জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়