মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ আটক ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৩ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।  সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন।

এ-সময় গাঁজাসহ একটি গাড়ি জব্দ করা হয়। আটকরা হলেন- হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্দনা গ্রামের লুতু মিয়ার ছেলে সাব্বির মিয়া (২৭) ও একই এলাকার মুখলেস আহম্মেদের ছেলে মামুন আহম্মেদ (২৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর সহকারী পরিচালক কাউসারুল হাসান রনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ বাজার থেকে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ডেসবোর্ড থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান বলেব, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়