আমতলীতে চিকিৎসক রিয়াজ মৃধার বাড়িতে ডাকাতি, আহত -২


আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা গ্রামে এক চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত গভীর রাতে ওই ঘটনা ঘটে। ডাকাতদল চিকিৎসকের বৃদ্ধা মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবিকে বেঁধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লক্ষাধিক টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন। এতে মা ও ফুফু আহত হয়েছে। ৫ মে)সকালে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী ডা. রিয়াজ উদ্দিন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছে। বর্তমানে ঢাকায় ট্রেনিং রয়েছেন।
স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা গেছে, ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদিআরব গিয়েছেন। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল বাড়ির পাকা ভবনের পূর্ব পাশের একটি জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ডা. রিয়াজ উদ্দিন মৃধা মুঠোফোনে বলেন, তার বাবা হজ্বে গিয়েছেন। বাড়িতে শুধু তার মা ও ফুফু ছিলেন। রবিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে আমার মা ও ফুফুকে বেঁধে মারধর করে এবং ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।