মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোপালগঞ্জে দ্রুত গতিতে ভ্যান চালানোর সময় রাস্তার উপর ভ্যান উল্টে চালকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দ্রুত গতিতে ভ্যান চালানোর সময় রাস্তার উপর ভ্যান উল্টে জামাল শেখ ( ৫০) নামে এক চালক প্রাণ হারিয়েছে।  সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে আনুমানিক  দুপুর২ঃ৪৫ মিনিটে গোপালগঞ্জ- টেকেরহাট সড়কের সাতপাড় এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। নিহত ভ্যান চালক  গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের কলপুর গ্রামের মোঃ আব্দুল জলিলের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার দুপু‌রে জামাল শেখ ভ্যান চালিয়ে সাতপাড় থেকে বৌলতলী  আসছিল। এসময় ভ্যানে কোন যাত্রী ছিলনা। ভ্যানটি পথিমধ্যে   ওই সড়কের গান্ধিয়াশুর নামক স্থানে পৌঁছালে দ্রুত গতির কারনে ভ্যান উল্টে গিয়ে মারাত্মক আহত হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় পরিবারে সদস্যরা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যায়  তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মীর সাজেদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যা আবেদন করেছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে। তবে আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়