মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল

সংবাদের আলো ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সোমবার (লন্ডন সময় বিকেল ৪টা ১০ মিনিটে) কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হচ্ছেন। তার প্রত্যাবর্তনের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, রাজধানীর গুলশান-২ এ অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ সম্পূর্ণ প্রস্তুত করে রাখা হয়েছে। নেতাকর্মীদের হাজারো ভিড়ের মধ্য দিয়ে তাকে বিমানবন্দর থেকে বাসায় পৌঁছানোর সময় অভ্যর্থনা জানানো হবে।

এদিকে খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের প্রতি জরুরি বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। তিনি লেখেন, কাতারের আমিরের পাঠানো ‘রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে’ করে মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়া দেশে পৌঁছাবেন। একই সময় এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার উদ্দেশে বের হবে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের প্রতি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ জানাচ্ছি, কিন্তু সড়কে যেন কেউ না নামেন।

তিনি আরও লেখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অনুরোধ করছি— কেউ যাতে সড়কে না নামতে পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

উল্লেখ্য, লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তাঁর দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগে সোমবার লন্ডন সময় বিকেল সাড়ে ৪টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মাঝপথে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এক ঘণ্টার বিরতি থাকবে, যেখানে এয়ার অ্যাম্বুলেন্সটিতে জ্বালানি নেওয়া হবে। এরপর ঢাকার উদ্দেশে রওনা দেবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়