গোবিন্দগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধানের অবসরজনিত সংবর্ধনা প্রদান


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. আ.ম শাহ সুলতান আলম তালুকদারের অবসরোত্তর বিদায় ও সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৫ মে) সকালে কলেজের শিক্ষক বিশ্রামাগারে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আয়োজনে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ বিসিএস ১৬তম ব্যাচের শিক্ষা ক্যাডার অধ্যাপক মো. আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. বসির আহমেদ।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক জামিল হোসেন মণ্ডল, সহকারী অধ্যাপক নূর হোসেন, সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম মণ্ডল।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অন্নদা শংকর রায়, আহসান হাবিব তালুকদার, সোহেল রানা মন্ডল, মোরশেদা সুলতানা, রফিকুল আলম বুলবুল, নূর মোহম্মাদ সিদ্দিক, মামুন-অর-রশিদ। এসময় উপস্থিত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লব।
অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কুরআন তেলওয়াত করেন মতলুবর রহমান, গীতা পাঠ করেন সতীশ চন্দ্র রায়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষককে ফুলের তোড়া, ক্রেস্ট প্রদানসহ উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করেন। শেষে বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া দোয়া করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।