মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাস্তা থেকে অপহরণের চতুর্থ দিনে সাদুল্লাপুরের পল্লি চিকিৎসক বগুড়া থেকে উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর থেকে অপহৃত পল্লি চিকিৎসক তরিকুল ইসলামকে (৩৫) বগুড়া থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দুপুরে র‍্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্প ও সাদুল্লাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে বগুড়া থেকে অপহৃত পল্লি চিকিৎসককে উদ্ধার করা হয়। তাকে সাদুল্লাপুরে আনা হচ্ছে।

তবে ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার সময়ের ভিডিও দেখে আসামি শনাক্ত করে গ্রেফতার করা হবে।

গত শুক্রবার (২ মে) বিকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতি চামটার ব্রিজ এলাকার রাস্তা থেকে মোটরসাইকেল থেকে নামিয়ে তরিকুল ইসলামকে অপহরণ করা হয়। তরিকুল ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর কুটিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। ভাতগ্রাম বাজারে তার চেম্বার ও ওষুধের দোকান রয়েছে। এ ছাড়া তিনি একটি মসজিদে ইমামতি করেন।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই ভিডিওতে দেখা যায়, রাস্তা থেকে তরিকুল ইসলামকে জোর করে টেনেহিঁচড়ে একটি অটোরিকশাভ্যানে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন। এ সময় রাস্তায় স্থানীয় লোকজন ছাড়াও পুলিশের পোশাক ও মাথায় হেলমেট পড়া একজনকে দেখা যায়।

স্বজনদের অভিযোগ, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভাতগ্রাম বাজারের ওষুধের দোকানে যাওয়ার সময় তরিকুলকে মারধরের পর অপহরণ করা হয়। পূর্বশত্রুতার জেরে দক্ষিণ সন্তোলা গ্রামের সুমন মিয়া এবং চাঁদকরিম গ্রামের মিলন মিয়ার নেতৃত্বে ৭-৮ জন মিলে তাকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় আটকে রাখে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়