বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাবার অসমাপ্ত কাজের স্বপ্ন পূরণে পূর্বধলাবাসীর সেবায় নিরলসভাবে কাজ করতে চাই – মাহবুবুল আলম রানা

আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণা-৫ পূর্বধলা আসনের সাবেক সাংসদ প্রয়াত ডা. মোহাম্মদ আলী ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অধ্যক্ষ রাবেয়া আলীর জ্যেষ্ঠপুত্র ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম রানা বলেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নসহ বাবার অসমাপ্ত কাজের স্বপ্ন পূরণে পূর্বধলাবাসীর সেবায় নিরলসভাবে কাজ করতে চাই।

আজ বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন । 

অনুষ্ঠানে পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নূর আহমদ খান রতনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম আনার, বিএনপি নেতা আশরাফ হোসেন তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক এনামূল হক হলুদ প্রমুখ। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়