কালীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে খোরশেদ (৩২) নামের এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালায় কালীগঞ্জ পুলিশের একটি অভিযানিক দল। এসময় কাউলিতা পূর্ব পাড়া দেওয়ান বাড়ী মোড় এলাকায় মুদি দোকান থেকে হাতে-নাতে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয় তাকে। আসামী খোরশেদ জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন এলাকার মৃত করিম শেখের পুত্র।
তিনি দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক কারবারি হিসেব পরিচিত। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১), ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা নং ২৬, তারিখ ২৬/০৪/২৫)। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ পুলিশের একটি অভিযানিক দল গত রাতে অভিযান পরিচালনা করে খোরশেদ (৩২) নামের এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।