এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত
খালেক পারভেজ লালু ,কুড়িগ্রাম: আজ সোমবার বিকালে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের চরসিতাইঝাড় নুরানি ও হাফেজিয়া মাদ্রাসায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট -২০২৬ উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্নপূর্ণা দেবনাথ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক,স্বপন কুমার বিশ্বাস সিভিল সার্জন কুড়িগ্রাম,
রাকিবুল হাসান নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, আব্দুল্লাহ আল মামুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক,হাবিবুর রহমান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,শাহজাহান আলী জেলা তথ্য অফিসার,আরিফুল ইসলাম সহকারী কমিশনার, সালমা আক্তার উপজেলা নির্বাচন অফিসার, এস.এন শরিফুল ইসলাম খন্দকার সদর প্রাথমিক শিক্ষা অফিসার,নাহিদা আফরিন সদর কৃষি অফিসার কুড়িগ্রাম।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণের পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, প্রাণি ও শিক্ষার মান উন্নয়নে উঠান বৈঠক ও পরামর্শমুলক সেবা প্রদান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি অন্নপূর্ণা দেবনাথ জেলা প্রশাসক ও রিটানিং অফিসার জানান দেশের উন্নয়নে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশের চাবি আপনার হাতে।এছাড়া তিনি চরাঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিকনির্দেশনা দেন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।