কালিয়াকৈর সরকারি কলেজ প্রাঙ্গণে ফুলের গাছ রোপণ
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজ প্রাঙ্গণে সোমবার সকালে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে ক্যাম্পাসে সৌন্দর্য বৃদ্ধি করতে ফুলের গাছের চারা রোপণ উৎসব ও দুতলা মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সেলিম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের নব নিযুক্ত প্রফেসর ড. আহমাদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারজানা আক্তার জাহান, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক জসিম আহমেদ সহ কলেজের শিক্ষার্থীরা ও অন্যান্য শিক্ষক বৃন্দ।এসময় কলেজ প্রাঙ্গনের চতুর পাশে খালি জায়গায় বিভিন্ন জাতের ফুলের গাছ রোপন করা হয়।
প্রফেসর ড. আহমাদুল্লাহ জানায় ক্যাম্পাসে শিক্ষার মান উন্নয়নে সৌন্দর্যের কোন বিকল্প নেই। সকল শিক্ষক শিক্ষিকার ও শিক্ষার্থীদের সাথে নিয়ে আজকে এ ফুলের বাগান তৈরি করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জাতের গাছের চারাও রোপন করা হবে।তাছাড়া কলেজ প্রাঙ্গনে একটি মসজিদ নেই এখানে অনেক শিক্ষক ও ছাত্ররা নামাজ পড়েন। তাই কলেজের নিজস্ব ফাকা স্থানে একটি দুতলা মসজিদের তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।এছাড়া এ মসজিদের শিক্ষার্থীদের পাশাপাশি বাহিরের জন সাধারনরা নামাজ আদায় করতে পারবে। ইতি মধ্যে নির্মান কাজের শুরুর আগেই মাটি ভরাটের কাজ শুরু হয়েছে।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।