শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উলিপুরে বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারা রোপণ করলেন উপজেলা নির্বাহী অফিসার  

খালেক পারভেজ লালু ,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছের চারা রপন করা হয়েছে। উলিপুর প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন এর প্রচেষ্টায়,উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে উলিপুর উপজেলার ধরনী বাড়ী ইউনিয়নের মাঝবিল এলাকায় এ তালের চারা রোপণ করা হয়।

চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা জানান, উপজেলার এম এস স্কুল এন্ড কলেজের সামন থেকে মন্ডলের হাট গামী সড়কের দুই ধারে পর্যাক্রমে তাল গাছের চারা রোপণ করা হবে।

বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ চারা রোপণ করা হয়।এ সময়ে উপস্থিতি ছিলেন  এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন, সাংবাদিক   খালেক পারভেজ লালু, মতলেবুর রহমান,পল্লী চিকিৎসক  শাহজাহান আলী  ।হারুন অর রশিদ ও শহিদুল ইসলাম সহ আরো অনেকে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়