ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বাংলার পাট বিশ্বমাত এই প্রতিপাদ্য নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্প” এর আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন, পলিথিনের ব্যবহার পরিহার করি পাটপণ্যের বাংলাদেশ গড়ি। জিডিপিতে পাট একটি গুরুত্বপূর্ণ বহন করে। এই জন্য পাটকে সোনালী আজ বলা হয়েছে।
এই সব ফসলকে বাঁচিয়ে রাখতে সরকার প্রচুর পরিমানে ভর্তুকি দিয়ে থাকে। তবে আমাদের কে আরো সচেতন হতে হবে। সরকার পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামৃলক করেছে। এ সময় উপস্থিত ছিলেন পাট অধিদপ্তর কুষ্টিয়া পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশিদ, কুষ্টিয়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ শওকত হোসেন ভূঁইয়া, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, ভেড়ামারা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা নীলাম্বর বসাক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণ অংশ নেওয়া কৃষকরা
এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের পাট ও পাটবীজ উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, ফলন বৃদ্ধি, মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ বিষয়ে বিস্তারিত ১ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে স্থানীয় পাটচাষী, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।