বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গণসংযোগকালে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগ চলাকালে সশস্ত্র হামলার শিকার হয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ (বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ।

বুধবার (০৫ নভেম্বর) সন্ধ্যার দিকে নগরের পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর এরশাদ উল্লাহ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ করছিলেন। হঠাৎ করেই মুখোশধারী একদল অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলে এসে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন এবং তার সঙ্গে থাকা আরও অন্তত দুজন কর্মী আহত হন।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার ডান উরুতে গুলি লেগেছে, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

হামলার খবর পেয়ে নগরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা এটিকে ‘নির্বাচনী সন্ত্রাসের নগ্ন বহিঃপ্রকাশ’ হিসেবে উল্লেখ করে ঘটনার নিন্দা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে ভয় ও আতঙ্ক সৃষ্টি করতেই এ হামলা চালানো হয়েছে।

এদিকে, কে বা কারা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাস্থল ঘিরে পুলিশ তল্লাশি চালাচ্ছে। বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

বিস্তারিত আসছে….

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়