দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে দাঁড়াল ভেড়ামারা প্রেসক্লাব
এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বঞ্চিত মাদ্রাসার এতিম শিশুদের পাশে দাঁড়ালো ভেড়ামারা প্রেসক্লাব। এ সময় প্রেসক্লাবের এক ঝাঁক সাংবাদিক ভেড়ামারা উপজেলার সবচেয়ে কাছের এতিমখানা ও লিল্লাহ বোডিং ‘দারুল এহসান মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায়’ বাজার থেকে কিনে গরুর গোশত প্রদান করে।
গত শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেড়ামারা উপজেলা প্রশাসনের দুম্বার মাংস বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ ছড়িয়ে পড়লে উপজেলা ব্যাপী ব্যাপক অসন্তোষ আর ক্ষোভের সৃষ্টি হয়। মূলত এরই প্রতিকী প্রতিবাদ ও এতিম বাচ্চাদের পাশে থাকার প্রত্যয়ে এই গোশত প্রদান করা বলে জানান সাংবাদিকরা।
গতকাল ৪ নভেম্বর সকাল ১০টায় সাংবাদিকরা মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের সাথে কিছু সময় অতিবাহিত করেন।
এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, তাদের মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানায় ৮৫ জন ছোট ছোট কোমলমতি শিক্ষার্থী ও এতিম শিশু নিয়মিত তিন বেলা খাওয়া দাওয়া করে। এর মধ্যে ২৬ জন এতিম শিশু রয়েছে। প্রতিবছর সৌদি আরব থেকে আসা দুম্বার গোস্ত পেলেও এ বছর পান নাই।
ভেড়ামারা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ জানান,এখানকার সাংবাদিকরা সবসময় অন্যায়,অনাচার, অবিচার, দুর্নীতি,অনিয়ম, স্বজন প্রীতির বিরুদ্ধে আপোষহীন। প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক, তা প্রকাশ করতে আমাদের কোনো দ্বিধা নেই। প্রকৃত সাংবাদিকতা করতে হলে তোষামোদি থেকে বেরিয়ে আসতে হবে বলে এসময় তারা মতামত দেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।