ভূঞাপুরে আমন ও সবজিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টাঙ্গাইলের ভূঞাপুরে টানা বৃষ্টিপাতে আমন ধান ও শীতকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকের মুখে এখন হতাশার ছাপ, লাভের স্বপ্নে নেমেছে বৃষ্টির ধাক্কা। জানা যায়, গত শুক্রবার রাত থেকে অব্যাহত বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। টাঙ্গাইল আবহাওয়া অফিস জানিয়েছে এখন পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। এই টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষকরা।
মাঠজুড়ে কাঁচা-আধাপাকা আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। কোথাও শীষ মিশে গেছে পানির সাথে, কোথাও আবার গাছ হেলে পড়েছে একেবারে মাটির বুক ঘেঁষে। ধান ঘরে তোলা নিয়েও এখন শঙ্কা দেখা দিয়েছে কৃষকদের মুখে। উপজেলার শিয়ালখোল গ্রামের কৃষক মালেক তালুকদার বলেন, এই বৃষ্টিতে সব শেষ ভাই! ধানও গেলো, সবজিও গেলো। এখন যদি সরকার কিছু না করে, আমাদের পক্ষে টিকে থাকা মুশকিল হয়ে যাবে।
শুধু ধান নয় ক্ষতির ছোঁয়া লেগেছে আগাম শীতকালীন সবজিতেও। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, মরিচ, পেঁয়াজ আর আলু ক্ষেতের চারা বৃষ্টিতে নুইয়ে পড়েছে। ভেঙে গেছে বাড়ন্ত গাছের কান্ড, পচে যাচ্ছে জমির ফসল। খরচের টাকা ওঠানো নিয়েও এখন দিশেহারা কৃষক আব্দুল কুদ্দুস।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোখলেছুর রহমান বলেন, বৃষ্টিতে আমাদের এলাকায় প্রায় ধান ১০ হেক্টর, সবজি ৫ হেক্টর, সরিষা ১ হেক্টর ও ভুট্টা ২ হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের পাশে থাকার জন্য উপজেলা কৃষি অফিস থেকে ইতোমধ্যে তালিকা প্রণয়নের কাজ চলছে। আমরা প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করব।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।