মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

টাঙ্গাইল-৬ এয়োদশ নির্বাচনে বিএনপির প্রার্থী রবিউল আউয়াল লাভলু

মনিরুল ইসলাম,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন পেয়েছেন রবিউল আউয়াল লাভলু। সোমবার (৩ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের চিঠি প্রদান করা হয়। এসময় মাধ্যমিকভাবে মনোনয়নের খবরটি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের দীর্ঘ যাচাই-বাছাই শেষে রবিউল আউয়াল লাভলুর নাম চূড়ান্ত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং দলের তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। স্থানীয়ভাবে তিনি একজন সংগঠক ও ত্যাগী রাজনীতিক হিসেবে পরিচিত।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় রবিউল আউয়াল লাভলু বলেন,“দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, আমি সেটিকে জনগণের ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে সার্থক করতে চাই। নাগরপুর ও দেলদুয়ারের উন্নয়নই আমার অঙ্গীকার।”

মনোনয়নের খবর এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দেয়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা জানাতে থাকেন। স্থানীয় নেতারা জানিয়েছেন, রবিউল আউয়াল লাভলু সবসময় দলের দুঃসময়ে পাশে থেকেছেন, তাই তাঁর প্রার্থিতা তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে বিবেচিত। এই আসনের ভোটাররা সচেতন ও রাজনৈতিকভাবে সক্রিয়। আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে ভোটারদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়