মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কালিয়াকৈরে আ’লীগ নেতা গ্রেফতার

পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠন আ’লীগের ওর্য়াড সেক্রেটারীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে সোমবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা হত্যা মামলায় গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃত ওই আ’লীগ নেতা হলো উপজেলার মৌচাক ইউনিয়নের উলোসারা গ্রামের হাসান মুন্সির ছেলে বজলুর রহমান(৫৫) সে ৫নং ওর্য়াড আ’লীগের সাধারন সম্পাদক ছিলো।

পুলিশ সূত্র জানায় ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকেই পলাতক ছিলো ওই আ’লীগ নেতা। এর আগেও তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড ও বন মামলাসহ একাধিক মামলা রয়েছে। পরে রোববার দুপুরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উলোসারা গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন গ্রেফতারকৃত ওই আ’লীগ নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়