সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী জাকির গ্রেফতার
মানিকগঞ্জ প্রতিনিধি: ফ্যাসিস্ট সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের ঘনিষ্ঠ সহযোগী মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাগির ইউপি চেয়ারম্যান মো: জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলায় সদর উপজেলার মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে গ্যারাকল গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন।
পুলির জানায়, গ্রেফতারকৃত জাকির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মানিকগঞ্জ থানায় রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি।
এলাকাবাসী জানায়, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে শিল্প প্রতিষ্ঠানে ব্যাপক চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে অঢেল সম্পত্তির মালিক বনে যান জাকির হোসেন। তার ক্ষমতার দাপটে এলাকাবাসী কোন প্রকার প্রতিবাদ তো দূরের কথা ‘টু শব্দ’ করতে পারেনি। তিনি ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রীর অবৈধ অর্থ অর্জনের অন্যতম হাতিয়ার।
মানিকগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।