মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মানিকগঞ্জে সাবেক ছাত্রদল নেতার মৃত্যুবার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্নেহভাজন রাজনৈতিক সহচর ৯০’ র স্বৈরাচার এরশাদ বিরোধী গণ-আন্দোলনের অন্যতম ছাত্রনেতা মানিকগঞ্জ জেলা ছাত্রদল ও জেলা যুবদলের সাবেক সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে  মানিকগঞ্জ জেলা যুবদলের কাজী প্রয়াত নেতা টুকুর মৃত্যুবার্ষিকীতে পুষ্পার্ঘ্য অর্পন ও কবর যিয়ারত করেন।

এসময় জেলা যুবদলপের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান প্রিন্স, আসিফ ইকবাল রনি, ইয়াকুব হোসেন রাজা, সিহাব সুমন, মাসুদ রানা, আক্তারুজ্জামান আক্তার, রোমান, শিবালয় উপজেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৩ নভেম্বর  ফ্যাসিস্ট সরকারের দায়েরকৃত গায়েবী মামলায় উচ্চ আদালতে  হাজিরা দিতে গিয়ে হঠাৎ স্টোক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন রাজপথের লড়াকু নেতা কাজী রায়হান উদ্দিন টুকু।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়