হাতীবান্ধায় সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি জমি দখল করে নির্মিত দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ নভেম্বর) সকালে সিন্দুর্ণা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা ও সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে হাটখোলা বাজার সরকারি জমিতে গড়ে ওঠে। সেখানে বার্ষিক ইজারা নিয়ে বাজার পরিচালিত হয়ে আসছে। বাজার ব্যবস্থাপনা অনুযায়ী উন্মুক্ত স্থানে বাজার বসার কথা থাকলেও কতিপয় অসাধু ব্যবসায়ী উন্মুক্ত স্থান দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করে ভাড়া দিতে শুরু করেন।
এতে বাজার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের পাশাপাশি পথচারী ও বাজারকারীদের চলাচলে ভোগান্তি বাড়ে। প্রকৃত ব্যবসায়ীরা জায়গার অভাবে ব্যবসা করতে না পারলেও অবৈধ ঘরে উচ্চমূল্যে জামানত ও ভাড়া নিয়ে ব্যবসা করতে বাধ্য হন।
উপজেলা প্রশাসন একাধিকবার নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা স্থাপনা না সরানোয় শেষ পর্যন্ত অভিযানে নামে প্রশাসন। উচ্ছেদে বাজার এলাকা অবৈধ দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা জানায়, সরকারি জমি দখল ও বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।