মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নেত্রকোনা-২ আসনের ৪ মনোনয়ন প্রত্যাশী নেতার ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ 

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা-২(সদর-বারহাট্টা) আসনের মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রভাবশালী নেতা ঐক্যবদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় বিএনপি’র পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৪ জন নেতা ঐক্যবদ্ধ ভাবে দুপুর সাড়ে ১২ টায় জেলা শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম শুরু করেন।

মনোনয়ন প্রত্যাশী ৪ জন প্রভাবশালী নেতা হচ্ছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী, জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন ও সাবেক সংসদ সদস্য হাজী মোঃ আবু আব্বাছ এর পুত্র টিপু আব্বাছ।

কার্যক্রম শুরুর প্রাক্কালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী সাংবাদিকদের বলেন, বিএনপি মা মাটি ও মানুষের দল। অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তারেক রহমানের গতিশীল নেতৃত্ব জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে।

এটা বুঝতে পেরে দেশী-বিদেশী শত্রুরা জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পি আর পদ্ধতি ও গণভোটের নামে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রপাগাণ্ডা ও নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান।

এক পর্যায়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম গণ মিছিলে রূপ নেয়। মিছিলটি জেলা শহরের স্টেশন রোড, তেরী বাজার, ছোট বাজার, মোক্তার পাড়া, নাগড়া হয়ে পূনরায় কোর্ট স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়