কালিয়াকৈরে নৌপথে ইশরাক আহমেদ সিদ্দিকীর গণসংযোগ
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে নৌপথে ধানের শীষের প্রচারনা ও গণসংযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। শনিবার দিনব্যাপি গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে নৌপথে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসংযোগ করেন তিনি।
কালিয়াকৈর চাপাইর বংশাই ব্রীজের তুরাগ নদের তীর থেকে এ যাত্রা শুরু করেন। এসময় সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব এম আনোয়ার হোসেন, রিজভী আহমেদ দুলাল, এইচ এম শওকত আল ইমরানসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় ব্যারিস্টার ইশরাক বলেন, ধানের শীষ মানুষের অধিকার ও স্বাধীনতার প্রতীক। এই প্রতীকের বিজয় মানেই জনগণের মুক্তি।তাই আপনারা ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতিকে ভোট দিয়ে জয়য্ক্তু করতে হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।