ভেড়ামারায় ট্রলির নিচে পড়ে যুবকের মৃত্যু
এস এম বাবুল আক্তার, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কাই ইঞ্জিন চালিত পাওয়ার ট্রলির নিচে পড়ে মহিদুল ইসলাম( ২৬) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী জানায়,শনিবার সকাল ৯ টার দিকে বাহাদুরপুর বাজারের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারী মহিদুল ইসলাম (২৬)। হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তাঁকে ধাক্কা মারলে মহিদুল রাস্তায় পড়ে যান। এ সময় ইঞ্জিনচালিত একটি চলন্ত ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত মহিদুল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের কালাচাঁদ (পোকার) ইসলামের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার জানান, বাহাদুরপুর বাজারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ধাক্কায় চলন্ত ইঞ্জিন চালিত ট্রলির নিচে পড়ে মহিদুল নামে একজন ঘটনাস্থলে মারা গেছে। এ ব্যাপারে নিহতর পরিবারের কাছ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।