বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এনায়েতপুরে হাটের জায়গা দখল করে নির্মিত আ’লীগের কার্যালয় উচ্ছেদের দাবি ব্যবসায়ীদের

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাটের জায়গা দখল করে নির্মিত থানা আওয়ামীলীগের কার্যালয় সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করেছে ব্যবসায়ীরা। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেছে এনায়েতপুর হাটের ইজারাদার আনিছুর রহমান। জানা যায়, তাঁত শিল্প সমৃদ্ধ এনায়েতপুর থানা সদরে ৩১.৩৮ একর জায়গায় প্রতিষ্ঠিত এনায়েতপুর হাট। যমুনার চরাঞ্চলে উৎপাদিত কৃষি ও গবাদি পশু এবং কাপড় সহ তাঁত শিল্পের সকল উপকরণ এ হাটে বেচাকেনা হয়।

এখানে প্রতি শুক্রবার সাপ্তাহিক হাটবার। এছাড়া রোববার ও বুধবার দেশের সর্ববৃহৎ কাপড়ের হাট বসে। যেখানে দেশের বিভিন্ন অঞ্চল সহ ভারতের ক্রেতারাও আসতো।  তবে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে এনায়েতপুর থানার সামনে হাটের প্রাণকেন্দ্রে আওয়ামীলীগের দলীয় কার্যালয় নির্মান করা হয়। এছাড়া আ’লীগের প্রভাবশালী দলীয় নেতারা নামে বেনামে অভৈধ ভাবে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

এতে হাটের পেরিফেরিভুক্ত প্রায় ২১.৩৮ একর হাটের জায়গা অবৈধ ভাবে দখলে নেয় তারা। একারনে ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটের বেচা-বিক্রি বা ব্যবসার সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়ে যায়। হাটে ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা দিন দিন কমতে থাকে। ধ্বংসের পথে এ হাটের এতিহ্য। এনায়েতপুর কাপড় বিক্রেতা আহসান হাবীব, জহির শেখ ও জামাল উদ্দিন জানান, হাটের মধ্যে দলীয় কার্যালয় হওয়ায় বেচাবিক্রির সুষ্ঠ পরিবেশ নেই।

নিরাপত্তা ও হাটের উন্নয়নে শেড, ড্রেন নির্মান সহ নিরাপদ পানি ও স্যানিটেশনে ব্যবস্থা নিশ্চিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি করছি। এদিকে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর এনায়েতপুর হাটের জায়গা উদ্ধারে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর তিনবার  আবেদন করেও কাজের কাজ কিছুই হচ্ছে না দাবি করে ইজারাদার আনিসুর রহমান অভিযোগ করে জানান, আওয়ামী লীগের অফিস এখনো বিদ্যমান থাকায় খুনি হাসিনার দোসরদের আনাগোনা রয়েছে। এতে হাটের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

বিক্রেতা ও ব্যাপারিপত্র আসছে না, এ কারণে সঠিকভাবে রাজস্ব আদায় হচ্ছে না, চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।  আনিসুর রহমান আরও অভিযোগ করে বলেন, এনায়েতপুর থেকে পাঁচিল আঞ্চলিক সড়কের সংস্কারের সুযোগে বিভিন্ন জায়গা আবার নতুন করে একশ্রেণীর প্রভাবশালীরা হাটের জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে। এনায়েতপুর থানা আওয়ামী লীগের কার্যালয় সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করার দাবি জানাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়