নালিতাবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: নানা আয়োজনে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার বিকেলে উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ারেজ মোহাম্মদ কলিমুল্লাহ টুকুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন , আবদুল আলিম,সুজন,আলমাছ সিদ্দিকী, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক , আবদুল মতিন সহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনে যুবদলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার আদায়ে যুবদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” এর আগে পৌর শহরের গড়কান্দা চৌরাস্তা মোড় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় যুবদল ও সহযোগি সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।