শেরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ, মসুর ডাল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
আজ বুধবার দুপুর ২ টায় শেরপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরন কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।
শেরপুর সদর উপজেলা কৃষি অফিস জানায়, চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বরাদ্দকৃত অর্থ হতে গম, সরিষা, চিনাবাদাম, পেঁয়াজ ও মসুর ডাল আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় জেলা সদরের একটি পৌরসভা ও ১৪ ইউনিয়নে ৫ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হবে।


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।