মঙ্গলবার, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাদক প্রযুক্তির ছোয়ায় খেলাধুলার বিকল্প নেই :রোকন উদ্দিন বাবুল

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা কালীগঞ্জে উপজেলায়  যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট ) বিকেলে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজনে শামসুদ্দিন ও করিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় তুষভান্ডার একাদশ ২ চন্দ্রপুর  ফুটবল একাদশ  কে ১ গোল হারিয়েছে লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিবাদীদের আমলে খেলাধুলা হারিয়ে গিয়েছিল। যুবসমাজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল তারা।

কেন্দ্র থেকে ঘোষণা আসছে যে প্রতিটি ইউনিয়নে ফুটবল প্রতিযোগিতা করতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদেরকে মাদকসহ সব অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে হবে। তরুণ সমাজকে খেলাধুলায় এগিয়ে নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি।

আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বি সার্কেল জয়ন্ত সেন  উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়