সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসে প্রথমবার সমাবেশ করতে যাচ্ছে জামায়াত

সংবাদের আলো ডেস্ক: প্রায় দুই দশক পর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় এই সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

জানা গেছে, এটি হবে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের ইতিহাসে প্রথম সমাবেশ। ‘ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ’ হিসেবে এই আয়োজনে ১২ থেকে ১৩ লাখ মানুষের অংশগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ও আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে অন্তত ১০ লাখ এবং দূরবর্তী জেলা থেকে কয়েক লাখ মানুষ অংশ নেবেন বলে আশা করছেন দলটির নেতারা।

দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইতোমধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন। তিনি মঞ্চ নির্মাণ, নিরাপত্তা, পানির ব্যবস্থা, স্যানিটেশন ও অন্যান্য লজিস্টিকস বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।

সমাবেশ সফল করতে এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। শৃঙ্খলা রক্ষা, চিকিৎসা সহায়তা, অস্থায়ী শৌচাগার, ওজু-নামাজের ব্যবস্থা, এলইডি স্ক্রিনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে প্রায় সম্পন্ন। ঢাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও কার্যক্রম জোরদার করা হয়েছে।

জামায়াত জানিয়েছে, সমাবেশে সাত দফা দাবি উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে: লেভেল প্লেয়িং ফিল্ডের নিশ্চয়তা, জুলাই মাসজুড়ে সংঘটিত গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পুনর্বাসন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধানে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির অন্তর্ভুক্তি ও প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

জামায়াত এই সমাবেশকে ‘ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির মিলনমেলা’ হিসেবে দেখতে চায়। দলটির মিডিয়া প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে।

উল্লেখ্য, গত ২৮ জুন ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জামায়াতের পাঁচ নেতা অংশ নিলেও সেখানে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি। জামায়াতের নেতারা মনে করছেন, সেটি ছিল একটি কৌশলগত ভুল, যা এইবার তারা এড়িয়ে যেতে চায়।

দলীয় নেতাদের আশা, এই সমাবেশের মাধ্যমে জামায়াত রাজনৈতিক অঙ্গনে তাদের পুনঃউপস্থিতি জোরালোভাবে জানান দিতে পারবে এবং আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে একটি শক্তিশালী অবস্থান নিতে পারবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়