সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নাগরপুরে মাদক, বাল্যবিবাহ ও চাঁদাবাজি প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের আটিয়া উলাইল নতুন বাজারে মাদক, বাল্যবিবাহ ও চাঁদাবাজি প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে আটিয়া উলাইল গ্রামবাসীর আয়োজনে নাগরপুর থানা পুলিশের সহযোগিতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম।

সমাবেশে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “মাদক হারাম, এটা আমার স্লোগান। মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা এখনই সতর্ক হয়ে যান। মাদক ব্যবসা করে কেউ পার পাবেন না। যদি কেউ মাদক ছেড়ে সৎ পথে আসতে চায়, আমি নিজে তার পাশে থাকব।”

তিনি আরও বলেন, “আপনাদের এলাকায় বাল্যবিবাহ যেন আর না ঘটে। এর ভয়াবহ কুফল আমরা প্রতিনিয়ত দেখছি। পাশাপাশি নাগরপুরে কোনোভাবেই চাঁদাবাজি চলবে না—এই বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।”

এসময় এলাকার সাধারণ মানুষ ওসি রফিকুল ইসলামের এই উপস্থিতিকে স্বাগত জানান। তারা বলেন, “আমাদের এই অঞ্চলে আগে কখনো কোনো ওসি নিজে এসে জনগণের সঙ্গে এমন মতবিনিময় করেননি। এটি আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী, যুবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়