রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গাজা যুদ্ধের নাম ‘মুক্তিযুদ্ধ’ করার প্রস্তাব দিলেন নেতানিয়াহু

সংবাদের আলো ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধের নাম ‘দ্য ওয়ার অব রিডেম্পশান’ করার প্রস্তাব দিয়েছেন। যার অর্থ দাঁড়ায় ‘মুক্তিযুদ্ধ’।

রবিবার (১৯ অক্টোবর) মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে ‘দ্য ওয়ার অব রিডেম্পশান’ বা ‘মুক্তিযুদ্ধ’ নাম রাখার এই আহ্বান জানান তিনি।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আজ আনুষ্ঠানিকভাবে গাজা যুদ্ধের নাম পরিবর্তন করে ‘দ্য ওয়ার অব রিডেম্পশান’ নাম দেয়ার প্রস্তাব রেখেছি। ৭ অক্টোবরের ভয়াবহ বিপর্যয়ের পর আমরা দ্রুততার সাথে আবারও ঘুরে দাঁড়িয়েছি। প্রত্যুত্তরে শত্রুকে ভয়ংকর এক যুদ্ধ ফেরত দিয়েছি। এটি ছিল আমাদের জাতির জন্য একটি মুক্তিযুদ্ধ।

বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এ প্রস্তাবের কারণও জানান নেতানিয়াহু। তিনি বলেন, গাজায় যা কিছু হয়েছে তা ইসরায়েলি জাতির স্বাধীনতা যুদ্ধেরই বর্ধিত অংশ।

তিনি আরও বলেন, হামাসের মারাত্মক আক্রমণ এবং পরবর্তীতে যুদ্ধের পর ইসরায়েলের এই নামকরণ ইসরায়েলের পুনরুদ্ধার এবং পুনরুত্থানেরই প্রতিফলন। এছাড়া, সরকার শীঘ্রই সংঘাতে লড়াই করা সৈন্যদের বীরত্বসূচক সম্মাননা প্রদান করবে বলেও জানান তিনি।

অপরদিকে, নেতানিয়াহুর এই ঘোষণা গাজায় গত দুই বছর ধরে চলা যুদ্ধ শেষ করার অভিপ্রায় বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়