জমকালো আয়োজনের মধ্য দিয়ে বোয়ালমারী সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত


আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে “আমরা কথা বলি, আমরা শিখি, আমরা জয় করি” “We speak, We learn, We Overcome” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানের ৩ দিনের কর্মসূচি’র অংশ হিসাবে ১ম দিনের কর্মসূচি হিসাবে আজ ১৩ অক্টোবর সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন এ ধরনের ব্যতিক্রমি ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার উদ্যাক্তা ও স্বপ্নদ্রষ্টা বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মো:ইস্রাফিল মোল্যার সার্বিক সহযোগীয় এ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন এর সঞ্চালনায় উপজেলার মধ্যে অংশ গ্রহণকারী ১৬ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৮ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী সহকারী কমিশনার (ভূমি) মো: শিব্বির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মো: জালাল উদ্দীন। এ সময় বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উক্ত বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন পত্র পত্রিকার মিডিয়া কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ জমকালো ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।