বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আলফাডাঙ্গায় বিএনপির মতবিনিময় সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদারে নেতাদের দিকনির্দেশনা

আলমগীর কবির, ফরিদপুর প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক মতবিনিময় সভার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখা বিএনপি।বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  ১০টা থেকে বিকাল পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে আমি আলফাডাঙ্গা উপজেলার সর্বত্র মাইকিং করেছি। কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে তার দলে কোনও ঠাঁই থাকবে না। দলের ভাবমূর্তি রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাকে কেন্দ্র থেকে নির্বাচনী প্রচারণায় অংগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুয়ায়ী আমি আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালিতে প্রচারণা চালাচ্ছি। 

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভা পর্যায়ে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন করতে হবে। গ্রামীণ পর্যায়ের নেতৃত্বকে সক্রিয় করেই আগামী নির্বাচনে বিএনপি বিজয়ের পথে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশীদ বাচ্চু, আজম খান, তানভীর আহমেদ রুবেল, ফরিদপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মো. মুরাদ হোসেন, ঢাকা উত্তর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্রনেতা হাসিবুল হাসান হাসিব প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক উপজেলা সদস্য সচিব নুরুজ্জামান খসরু।

বক্তারা দলের সাংগঠনিক প্রস্তুতি, আন্দোলনের কৌশল এবং আগামী নির্বাচনে নেতাকর্মীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, “জনবিচ্ছিন্ন সরকারকে সরিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।”

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা কেন্দ্র থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে সাংগঠনিক পরিকল্পনা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।

সভা শেষে নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করে আগামী দিনে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়