শুক্রবার, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভেড়ামারায় ৩১ দফা বাস্তবায়নের বিএনপির লিফলেট বিতরণ

এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ভেড়ামারা উপজেলায় বিএনপির আহবায়ক এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম বৃহস্পতিবার বিকেলে ভেড়ামারা দক্ষিণ রেলগেট থেকে শুরু করে পায়ে হেটে জিরো মোড় পর্যন্ত সাধারণ জনগন পথচারি, দোকানদার, ব্যবসায়ি, ভ্যানচালক, অটোচালক ট্রাকচালক মোটরসাইকেল আরোহী এবং বাসের যাত্রীদের হাতে পৌছে দিলেন এই ৩১ দফা সম্বলিত লিফলেট। 

লিফলেট বিতরন শেষে সংক্ষিপ্ত এক পথসভার বক্তব্যে এ্যাডঃ মহঃ তৌহিদুল ইসলাম আলম বলেন, এই ৩১ দফা বাস্তবায়ন হলে, আর কোনদিন স্বৈরাচার  সরকার আসতে পারবে না, ভঙ্গুর রাষ্ট্রের সাংবিধানিক সংস্কার হবে, নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করা হবে অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদের বেশি থাকতে পারবেনা, আইনসভা ও বিচার ব্যবস্থার ক্ষমতার ভারসাম্য  সমন্বয় করা হবে, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার করা হবে, দক্ষ বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে,  দুর্নীতি দমনে কার্যকরী ব্যবস্থা এবং ন্যায়পাল নিয়োগ করা হবে, কৃষকের, শ্রমিকের, শিক্ষা ব্যবস্থার,স্বাস্থ্য খাতের ও প্রশাসনিক সমস্যা সহ নানাবিধ সমস্যার সমাধান হবে। অর্থাৎ এই বাংলাদেশটি একটি উন্নত ও বিশ্বমানের দেশ হিসেবে রূপান্তরিত হবে। তিনি দলীয় নেতাকর্মীদের  ৩১ দফার লিফলেট বিতরন চলমান রাখার আহবান জানান। এসময় বিএনপির যুগ্ন আহ্বায়ক  ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গোলাম মোস্তফা ইসাহক,

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জাহেদুর রহমান রন্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম রেজা শামীম     উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবুল কালাম বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি  নেতা সোহেল রানা (ভুই বাবু)  সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়