রবিবার, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০

সংবাদের আলো ডেস্ক: নোয়াখালীতে বিএনপি ও শিবির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৪০ জন। সংঘাতের জন্য একে অপরকে দায়ী করেছেন দুই পক্ষ। রোববার (১৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আসরের নামাজের পর মসজিদে স্লোগান দিয়ে দলীয় কার্যক্রম শুরু করে শিবির। এসময় বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় তারা। এতে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা।

অন্যদিকে, শিবির নেতারা জানান, কাশেম বাজার জামে মসজিদে শনিবার তারা দারসুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করে। এতে যুবদল নেতার নেতৃত্বে হামলা চালানো হয়। এর প্রতিবাদে রোববার আসরের নামাজের পর একই মসজিদে কুরআন তালিমের কর্মসূচি ঘোষণা করে শিবির। সংগঠনটির নেতাদের অভিযোগ, আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এই ঘটনায় অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে শিবির।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়