সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে: রিজভী

সংবাদের আলো ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে। পাশাপাশি গুম, খুনের ভয়ে কেউ যেন আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়তে হবে।

শনিবার (২৮ জুন) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপের দিকে। অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দিতে হবে। আমরা সরকারের ত্রুটি-বিচ্যুতির সমালোচনা করব। তবে ক্ষমতায় থাকা পর্যন্ত সরকারকে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে জনগণ আশাবাদী হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়