শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে ডাকাতি, নারীকে মারধর করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি : রাউজানের পাহাড়তলী শেখপাড়া গ্রামে হাজী সোলেমানের বাড়িতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

শেখপাড়া গ্রামে ঘটে যাওয়া এই ডাকাতির ঘটনায় পরিবারের নারী সদস্যদের মারধর করে ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ একলাখ ৪ হাজার টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী পরিবারের সদস্য জাহেদুল ইসলাম ইমরুল বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে সিঁড়ি ঘরের চালের টিন কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে শয়ন কক্ষের দরজা ভেঙে আমার বাবা ও চাচীকে হাত-পা বেঁধে ফেলে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারের জন্য আমার স্ত্রী ও আমার চাচাত বোনকে আঘাত করে।

তারা আমার স্ত্রী ও চাচীর ৬ ভরি স্বর্ণালঙ্কার, আমাদের নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।ভুক্তভোগী পরিবারের সদস্য আয়শা বেগম বলেন, ডাকাত দলের কয়েকজন সদস্য ঘরে ঢুকে আমাকে চাবি দিতে বলে। হঠাৎ ঘুম ভেঙে দেখি কয়েকজন যুবক। তারা আমাকে চুপ থাকতে বলেন। তখন তারা আমার হাত-পা বেঁধে ফেলে।

আমার মেয়েকেও মারধর করে।পার্শ্ববর্তী সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার ভোর ৪টা ২৩ মিনিটে ১১-১২ জনের একটি তরুণ-যুবকের দল দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করে বের হয়ে দৌড়ে পালাচ্ছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ইতোমধ্যে আমরা বিভিন্ন আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করেছি।আমরা কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়