বৃহস্পতিবার, ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের উদ্যোগে এক পরিচিতি ও শুভেচ্ছা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের মুজিব সড়কের গুড ফুড রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মো: রফিকুল ইসলাম মানিক এবং পরিচালনা করেন সদস্য সচিব মামুন বিশ্বাস। এতে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উপজেলা প্রতিনিধি ও সমাজকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার স্বেচ্ছাসেবী কার্যক্রমগুলোকে এক প্ল্যাটফর্মে এনে সমন্বিতভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করাই এ পরিষদের মূল লক্ষ্য।

পরিচিতি সভার মাধ্যমে সদস্যদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিশেষে সংগঠনের কমিটির চুড়ান্ত খসড়া প্রনয়ণ, গঠনতন্ত্র প্রনয়ণে উপ কমিটি প্রস্তুত, উপদেষ্টা মন্ডলী নির্বাচন, মাসিক চাঁদা আদায়, ভবিষ্যৎ রোডম্যাপ ও বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে সভার সমাপ্তি হয়। এই মিটিং স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরো সুসংগঠিত ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়