সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর


সংবাদের আলো ডেস্ক: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (৬ মে) দুপুরে জান্নাত আরা হেনরীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল এতথ্য নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্র হত্যা মামলায় জান্নাত আরা হেনরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরী সহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামী নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি জান্নাত আরা হেনরী।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সাথে সেখানে উপস্থিত ছিলো।
দুপুর ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার হতে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের নেতা কর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সকল আসামী সহ অজ্ঞাতনামা আসামীরা অবৈধ পিস্তল, সাটারগান, বন্দুক, হাত বোমা, পেট্রোল সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এসময় ছাত্র জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এসময় আসামীরা কলেজ ছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাথারী মারপিট করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।
কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ সনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেষ্ট করা হয়। চলতি বছরের গত ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২৩ মার্চ মামলাটি দায়ের করা হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।