ভারতের দুটি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান


সংবাদের আলো ডেস্ক: ভারতের মিসাইল হামলার জবাবে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির ইন্টার সার্ভিস পাবলিক রিলেশান্স (আইএসপিআর)। এরমধ্যে প্রতিরক্ষা সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি জানিয়েছে, ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বিমানবাহিনী।
জিও টিভির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বিমান বাহিনী দুটি শত্রু যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। নিরাপত্তা সূত্রগুলো এটাকে সীমান্ত পার হয়ে আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে।
সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী স্থল ও আকাশ পথে শত্রুর বিরুদ্ধে “যথাযথ জবাব” দিচ্ছে। এদিকে ভারতের দুটি বিমান ভূপাতিত করলেও পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান নিরাপদ রয়েছে বলেও প্রতিরক্ষা সূত্রের বরাতে জানিয়েছে জিও টিভি।
এদিকে, করাচি বিমানবন্দরের ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসলামাবাদ, লাহোর, শিয়ালকোট এবং অন্যান্য শহর থেকে আগত বিমানগুলো করাচিতে স্বাভাবিকভাবে অবতরণ করছে।
এর আগে পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে সশস্ত্র হামলার জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারত। এতে নারী-শিশুসহ বেশ কয়েকজন পাকিস্তানি হতাহত হয়েছেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।